কৌশিক চক্রবর্ত্তী
0
সেপ্টেম্বর ৩০, ২০২০
তেমনই বলছে দার্শনিক
গভীর হচ্ছে ক্ষতর দাগটা
নজর পড়ছে আজকে ঠিক
বৃষ্টি কুড়িয়ে বাঁচবে তুমিও
তেমনই বলছে দার্শনিক
এদিকে জমছে বিভেদ আনাচে
আমার শিকল, তোমার নেই
ঘরের ভিতরে অবাধ গালিচা
হেঁটে যাব তার কার্নিশেই
ঘোর লেগে আছে সকল ছবিতে
রঙতুলি হীন, সাদাকালোর
তার চোখ থেকে বিষাদ শহরে
খোঁজ খোঁজ সেই নীল আলোর
ঘেরাটোপ থেকে ফুটছে শালুক
নদীপথ খুঁজে রোজ উজান
বেঁকছে নৌকা প্রতিটি সকালে
ঘরে ঘরে তার মাঝির গান
অন্ধকারের ধ্বংস হয়না
পাল্টে যায়না বিষের স্বাদ
জিভের আগায় ছায়াপথ ঘেঁষে
কুড়িয়ে তুলো না সেই বিষাদ
গোলাপের কাছে শিখে নাও তবু
পাপড়ি খোলার সহজ দিক
তুমিও বাঁচবে, আমিও বাঁচব
তেমনই বলেছে দার্শনিক
Tags
সুচিন্তিত মতামত দিন