"মহামারী"
যেন একটা অদ্ভুত অন্ধকারে
তলিয়ে যাচ্ছি আমরা,
তলিয়ে যাচ্ছে এই সভ্যতা
তলিয়ে যাচ্ছে সারা পৃথিবী।
বাতাসে ভেসে বেড়ায় দুরা-রোগ্য অসুখ
কারফিউর নিস্তব্ধতা ভেদ করে
বিকট আওয়াজ তুলে দিয়ে ছুটে যায় এম্বুলেন্স।
চারিদিকে কেউ কোত্থাও নেই -
ফাঁকা রাস্তাঘাট; ফাঁকা ফুটপাত
জনহীন; যেন ধূ-ধূ প্রান্তর,
যতদূরে চোখ যায়; কেবল- শূন্যতা।
যেন একটা ধ্বংসস্তুপে
বিলীন হয়ে যাচ্ছি আমরা,
কারফিউর নিস্তব্ধতা ভেদ করে
বিকট আওয়াজ তুলে দিয়ে ছুটে যায় এম্বুলেন্স।
চারিদিকে কেউ কোত্থাও নেই -
ফাঁকা রাস্তাঘাট; ফাঁকা ফুটপাত
জনহীন; যেন ধূ-ধূ প্রান্তর,
যতদূরে চোখ যায়; কেবল- শূন্যতা।
যেন একটা ধ্বংসস্তুপে
বিলীন হয়ে যাচ্ছি আমরা,
বিলীন হয়ে যাচ্ছে এই সভ্যতা
বিলীন হয়ে যাচ্ছে সারা পৃথিবী।
পৃথিবীর বুকে আজ নেমে এসেছে
দুরা-রোগ্য ব্যাধি; সারি সারি মৃত্যু।
যেন মৃত্যুপুরীর বুকে ছড়িয়ে ছিটিয়ে
বিলীন হয়ে যাচ্ছে সারা পৃথিবী।
পৃথিবীর বুকে আজ নেমে এসেছে
দুরা-রোগ্য ব্যাধি; সারি সারি মৃত্যু।
যেন মৃত্যুপুরীর বুকে ছড়িয়ে ছিটিয়ে
পড়ে আছে মানুষের লাশ,
চাপা কান্না; তীব্র আর্তনাদ; আর মৃত্যুর হাতছানি।
চাপা কান্না; তীব্র আর্তনাদ; আর মৃত্যুর হাতছানি।
সুচিন্তিত মতামত দিন