ভারতবর্ষ
একটা শীত থেকে আর একটাশীতের ক্যালেন্ডারেকিছু কারচুপি ভরে দিলে রোদের মার্কশীটমনখারাপের ক্লোরোফিলে ভরে যায়প্রতিবাদের হিজাবে আলাদা করা হয়রাবেয়া অথবা শ্যামলীর টিপের রং আমি সেন্ট পলস গির্জার পাশেএকটা সাদা বোগেনভিলিয়ার বিকেলকে চিনিভোরের জানলায় প্রতিদিন ফুটে ওঠা দেখিআজানের সবুজ আকাশপুজোর ফুলের আনাগোনায়দুলে উঠতে দেখি প্রজাপতির আহ্লাদআমরা জানি গীর্জার ঘন্টাধ্বনিপুজোর মন্ত্র বা আজানের সুরেরকোন আলাদা রং নেইআমরা তবুও রাম আর রহিমেরমাঝের ফাঁকটুকুতে ধর্ম ভরে দিইচিবুকে চিহ্ন এঁকে দরাদরি করি মানবতামাটির রক্তে বিভাজন ছড়িয়েএকতার গায়ে ফুটিয়ে তুলি দগদগে ঘা বৃদ্ধা আফসানা বিবির বুকে যেএতকালের মাটিগাছতার শেকড় টেনে ছিঁড়ে ফেলার ভয়মেলে দিই তার ডালপালায়আর ভাগাভাগি করি হাত পা কিংবাবুকের খনিজএসব থেকে দৃষ্টান্ত খুলে ফেলেবরং এসো আর একবার ঘুরে তাকাইআর একবার সুরে সুর মিলিয়ে বলিজন গন মন অধিনায়ক ভারত ভাগ্যবিধাতানা কোনো মালটিপ্লেক্সে দাঁড়িয়ে নয়পাড়ায় মণীষীর জন্মদিন পালনে নয়স্বাধীনতা দিবস উদযাপনেও নয়একবার নিজেরই ভেতরে নিজেকে বলি...হ্যাঁ এটাই আমার দেশআমার ভারতবর্ষএখানে গির্জার রংমসজিদের রং মন্দিরের রং ভারতবর্ষআমাদের একটাই ধর্ম মানবতাআমাদের কপালে সহিষ্ণুতার টিপ বুকে ভালোবাসার গঙ্গাজলআমাদের হলদে হয়ে যাওয়া একটিই পরিচয়পত্রআমরা ভারতীয়
Tags:
কবিতা