মন্দিরা ঘোষ

মন্দিরা ঘোষ
ভারতবর্ষ

একটা​ শীত​ থেকে আর একটা​
শীতের ক্যালেন্ডারে
কিছু কারচুপি ভরে দিলে রোদের মার্কশীট​
​মনখারাপের ক্লোরোফিলে ভরে যায়
​প্রতিবাদের হিজাবে আলাদা করা হয়
​রাবেয়া​ অথবা শ্যামলীর টিপের রং​ ​

আমি সেন্ট পলস গির্জার পাশে​
একটা সাদা বোগেনভিলিয়ার বিকেলকে​ চিনি​
ভোরের জানলায় প্রতিদিন ফুটে ওঠা দেখি
​আজানের সবুজ আকাশ​
পুজোর ফুলের আনাগোনায়
​দুলে উঠতে দেখি প্রজাপতির আহ্লাদ

​আমরা জানি গীর্জার​ ঘন্টাধ্বনি​
​পুজোর মন্ত্র বা আজানের সুরের​
কোন আলাদা রং নেই​
আমরা তবুও​ রাম আর রহিমের
​মাঝের​ ফাঁকটুকুতে ধর্ম ভরে দিই
চিবুকে চিহ্ন এঁকে দরাদরি করি মানবতা
মাটির রক্তে বিভাজন ছড়িয়ে​
একতার গায়ে ফুটিয়ে তুলি দগদগে ঘা​ ​

বৃদ্ধা আফসানা বিবির বুকে যে​
এতকালের মাটিগাছ​
তার শেকড়​ টেনে ছিঁড়ে ফেলার ভয়​
মেলে দিই তার ডালপালায়
আর ভাগাভাগি করি হাত পা কিংবা
​বুকের খনিজ

এসব থেকে দৃষ্টান্ত​ খুলে ফেলে
বরং এসো আর একবার ঘুরে তাকাই​
আর একবার সুরে সুর মিলিয়ে বলি
জন গন মন অধিনায়ক ভারত​ ভাগ্যবিধাতা​

না কোনো মালটিপ্লেক্সে দাঁড়িয়ে নয়
পাড়ায় মণীষীর জন্মদিন পালনে নয়
স্বাধীনতা​ দিবস উদযাপনেও নয়

একবার নিজেরই ভেতরে নিজেকে বলি...
​হ্যাঁ এটাই আমার দেশ
আমার ভারতবর্ষ​
এখানে গির্জার​ রং​
মসজিদের রং​ ​
মন্দিরের রং ভারতবর্ষ​
আমাদের একটাই ধর্ম মানবতা
আমাদের কপালে সহিষ্ণুতার টিপ​ ​
​বুকে ভালোবাসার গঙ্গাজল​

আমাদের হলদে হয়ে যাওয়া একটিই পরিচয়পত্র
আমরা ভারতীয়​

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.