ঝাঁকের খবর
পাহাড়ি পাখিরা ঝাঁকে থাকতে ভালবাসে, ভোর ভোরউড়ে গিয়ে সন্ধ্যেয় ফেরা, প্রতিটি দিনেই লেগে থাকেএকসাথে কথা বলে ওঠা, দূরের ভুট্টাক্ষেতে একসাথেনেমে আসা কে না দেখেছে, এও তো দেখেছে কতজন,এক সাথে মরতে ঝাঁপিয়ে পড়া অন্ধ আগুনে।শীতের দেশের হাঁস এরকমই ঝাঁকে থাকে,এতটুকু উষ্ণতার খোঁজে হাজার মাইল উড়ে নদী-মুখে আসে,ছোট ছোট চরে, ঋতু ঘুরে গেলে ফিরে যায় ফের ঝাঁক বেঁধে।ডিম ফোটা কিছু ছানা উড়তে শিখে দল ভারী করে।সবাই যে ফিরতে পারে সেরকম নয়, কেউ কেউ হাড়-মাংস,ঠোঁট ও পালক মাটিতে বিলিয়ে দেয়। দু’একটি পাখি সে রকমউড়তে না পেরে দলছাড়া হয়ে পড়ে, দিক ভুল করে কষ্ট পায়,মরে যায় তারপর, পাহাড়ি পাখির মতো করেনা পাগলামি।মানুষেরা পরিযায়ী হয়ে মাঝে মাঝে দল বাঁধে, ফিরতে ফিরতেএকা হয়ে গেলে এরা মরে যায়না, এরা জানে ঘরের ঠিকানা।শরীরে বেঁচেই থাকে, মন বেঁচে থাকে কি না কে করেছে খোঁজ ?
সুচিন্তিত মতামত দিন