ভোরের স্বপ্নসত্যি হয় নাকি!ভোরের একহাত ছুঁয়ে আছে আকাশআরেক হাতের মুঠোয় আমার স্বপ্নময় চোখ। পালকের বিছানায় একটা শরীর..বুকের অতলে উথলে ওঠা সুখের ঢেউ,ঢেউয়ের ঝাঁকুনিতে প্রিয় স্মৃতির নৌকোদোদুল দুল, দোদুল দুল..রাংতার তৈরী মুকুটে শুকতারার হাসি,আরো একটু তলিয়ে যাবার আগে,-"জেগে ওঠো"মোলায়েম স্বরের কারোর ডাক।ভোরের স্বপ্ন সত্যি হয় নাকি!চোখখোলা দুনিয়াটা এখান থেকে শুরু।মহাকাশে নাকি আরো পৃথিবী আছেচাঁদে জমি কেনা যায়মঙ্গলে গিয়ে ব্রেকফাস্ট করা যায়একদিন চিনতে পারবো নাআমি মানুষ না কি ক্লোনটা আসল!বদলে গেছে সরল কিশোরী পৃথিবী।তবু সকলের পালকের বিছানা কেন নেই?জেগে উঠে একি দেখছি?এরা কারা ঘিরে আছে আমার চৌকিটাকেএত বিন বিন আওয়াজ কিসের?ছোট বড় হাত, আঁজলা পাতা শুধু হাত, শুধু হাত."একটু পয়সা দেবে? একমুঠো খাবার দেবে? একটা কাজ? বাচ্চাটার অসুখ.."দুকান ঢেকে, চোখে ঠুলি দিয়েভেবে নেব ঘুমের দেশে আছিআমি বলবো এটাই স্বপ্ন , হ্যাঁ নিছক স্বপ্ন..ভোরের স্বপ্ন সত্যি হয় নাকি!
সুচিন্তিত মতামত দিন