পাপিয়া গাঙ্গুলি

শব্দের মিছিল

 

ভোরের স্বপ্ন 
সত্যি হয় নাকি!

ভোরের একহাত ছুঁয়ে আছে আকাশ
আরেক হাতের মুঠোয় আমার স্বপ্নময় চোখ। পালকের বিছানায় একটা শরীর..
বুকের অতলে উথলে ওঠা সুখের ঢেউ,
ঢেউয়ের ঝাঁকুনিতে প্রিয় স্মৃতির নৌকো
দোদুল দুল, দোদুল দুল..
রাংতার তৈরী মুকুটে শুকতারার হাসি,
আরো একটু তলিয়ে যাবার আগে,
-"জেগে ওঠো"
মোলায়েম স্বরের কারোর ডাক।
ভোরের স্বপ্ন সত্যি হয় নাকি!
চোখখোলা দুনিয়াটা এখান থেকে শুরু।
মহাকাশে নাকি আরো পৃথিবী আছে
চাঁদে জমি কেনা যায়
মঙ্গলে গিয়ে ব্রেকফাস্ট করা যায়
একদিন চিনতে পারবো না
আমি মানুষ না কি ক্লোনটা আসল!
বদলে গেছে সরল কিশোরী পৃথিবী।
তবু সকলের পালকের বিছানা কেন নেই?
জেগে উঠে একি দেখছি?
এরা কারা ঘিরে আছে আমার চৌকিটাকে
এত বিন বিন আওয়াজ কিসের?
ছোট বড় হাত, আঁজলা পাতা শুধু হাত, শুধু হাত.
"একটু পয়সা দেবে? একমুঠো খাবার দেবে? একটা কাজ? বাচ্চাটার অসুখ.."
দুকান ঢেকে, চোখে ঠুলি দিয়ে
ভেবে নেব ঘুমের দেশে আছি
আমি বলবো এটাই স্বপ্ন , হ্যাঁ নিছক স্বপ্ন..
ভোরের স্বপ্ন সত্যি হয় নাকি!







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.