
প্রসঙ্গ তোল
জানতে চাও তুমিপূর্ব আমাকেবন্ধ দরজায় ট্রয়ের ঘোড়া হয়ে দাঁড়াওঅথচ এখন বিন্দুমাত্র উজার হতে চাই নাচেয়েছি যা যা ভুলতে তুলেছি প্রাচীরমোম জ্বাললে অবচেতন খুলে যায়ঝুল ভরা আলোকিত পাতালসিঁড়িধাপে ধাপে নতমুখ পরাজয়লজ্জিত অপমানিত কফিনের মমিআশ্চর্য মোম পুতুলের অজর অমর ছায়াপাক খায় অধরা দূরত্বেআমি তার অদৃশ্য ধারাভাষ্যকারতৃতীয় পুরুষশরীর ছেড়ে বেরিয়ে আসিঝকঝকে পটভূমি আজম্যাজিক যন এক নিখাদ মরণফসিলের আমি নাকি ফসলের আমিযা চাও যেভাবে চাওনাও হেএখন চাষাবাদ হালে আর লাঙলের ফালেযাকে ধরা যায়সে নয় ইডেনের আপেলনয় সে প্রথম পাপতাতে পেট ভরেরস উপচায় আঙুরের ক্ষেতেমেরে মেরে দলে পিষে আহা মদগম ছেনে মোটা পোড়া রুটিকেক প্রতিশ্রুতি দিই নি তোমাকেবলিনি এনে দেব রক্ত মাখা দিলঅমোঘ ঘুম জুড়ে রেখেছি বরংদুঃস্বপ্নহীন
বদল
বদলগুলো আস্তেসুস্হে ঘটে
প্রথম প্রথম টের পাচ্ছ কই
বদলগুলো দিনপ্রতিদিন জমে
বদলাবে দিন ঝোড়ো হাওয়াই সই
বদলে যাচ্ছ মানছ বলছ না তা
বদলে যাচ্ছি বুঝছ মানছ কই
বদল একটি আবশ্যিকের ঘটা
ভালো বাঁচার জন্য বদল চাই
ভয় করে বেশ মানছি বদল হলে
বদল মানেই চেনা ছকের হার
বদল ঘটুক তবু চাইছি প্রাণে
হাওয়া আসুক মুক্ত দূর্নিবার
ওলট পালট নাহয় হলাম কিছু
টিকবে যা যা শক্ত বাঁধন বলেই
সেসব কিছুই বাঁচায় এবং বাঁচে
আগুনখেকো বদলনামার পরে
সুচিন্তিত মতামত দিন