শর্মিষ্ঠা ঘোষ

শর্মিষ্ঠা ঘোষ

 

প্রসঙ্গ তোল

 

জানতে চাও তুমিপূর্ব আমাকে
বন্ধ দরজায় ট্রয়ের ঘোড়া হয়ে দাঁড়াও
অথচ এখন বিন্দুমাত্র উজার হতে চাই না
চেয়েছি যা যা ভুলতে তুলেছি প্রাচীর
মোম জ্বাললে অবচেতন খুলে যায়
ঝুল ভরা আলোকিত পাতালসিঁড়ি
ধাপে ধাপে নতমুখ পরাজয়
লজ্জিত অপমানিত কফিনের মমি
আশ্চর্য মোম পুতুলের অজর অমর ছায়া
পাক খায় অধরা দূরত্বে
আমি তার অদৃশ্য ধারাভাষ্যকার
তৃতীয় পুরুষ
শরীর ছেড়ে বেরিয়ে আসি
ঝকঝকে পটভূমি আজ
ম্যাজিক যন এক নিখাদ মরণ
ফসিলের আমি নাকি ফসলের আমি
যা চাও যেভাবে চাও
নাও হে
এখন চাষাবাদ হালে আর লাঙলের ফালে
যাকে ধরা যায়
সে নয় ইডেনের আপেল​
নয় সে প্রথম পাপ
তাতে পেট ভরে
রস উপচায় আঙুরের ক্ষেতে
মেরে মেরে দলে পিষে আহা মদ
গম ছেনে মোটা পোড়া রুটি
কেক প্রতিশ্রুতি দিই নি তোমাকে
বলিনি এনে দেব রক্ত মাখা দিল
অমোঘ ঘুম জুড়ে রেখেছি বরং
দুঃস্বপ্নহীন

 

বদল

বদলগুলো আস্তেসুস্হে ঘটে
প্রথম প্রথম টের পাচ্ছ কই
বদলগুলো দিনপ্রতিদিন জমে
বদলাবে দিন ঝোড়ো হাওয়াই সই
বদলে যাচ্ছ মানছ বলছ না তা
বদলে যাচ্ছি বুঝছ মানছ কই
বদল একটি আবশ্যিকের ঘটা
ভালো বাঁচার জন্য বদল চাই
ভয় করে বেশ মানছি বদল হলে
বদল মানেই চেনা ছকের হার
বদল ঘটুক তবু চাইছি প্রাণে
হাওয়া আসুক মুক্ত দূর্নিবার
ওলট পালট নাহয় হলাম কিছু
টিকবে যা যা শক্ত বাঁধন বলেই
সেসব কিছুই বাঁচায় এবং বাঁচে
আগুনখেকো বদলনামার পরে

 

©শর্মিষ্ঠা ঘোষ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.