রুমা ঢ্যাং অধিকারী

রুমা ঢ্যাং অধিকারী

 

অবসর

সম্ভাবনাময় একটি রাতের আড়াল থেকে দেখি
বেড়ে ওঠা দিনের বামন মজ্জা

এখনও বিরাম​
পড়ে আছে অন্ধের সুনীলদর্শনে

তবু নয়ছয়ভাবে জ্বর আসে...

আর ভাদুরে আহ্লাদ মেনে​
গৃহস্থানে লিখে রাখা নাভিপোড়া জন্মের এক্কাগাড়ি​

এবং,
প্রিয় ঘুমের কল্পকথা​


অন্বয়

কোথাও একটা কানেকশন​
ভিজিয়ে দিয়েছে কানন সম্পর্ক

সমুদ্র একদিকে এবং ওয়াইন থেকে উদ্বুদ্ধ বাবলস্
মাঝে লুটিয়ে পড়ে আছে ফাঁকাস্থান​

আজ আমি এই অন্বয়ীশব্দদের​
মেঘের পাশাপাশি উড়ে যেতে দেখেছি বিভাব

মৃতের অ্যালার্ম
বারানসীর ঘন্টা
বেজে যাচ্ছে সমানতালে

সমর্পণের পাতার সামনে
প্রশমন করো হে তবে... ইচ্ছার রং


অনির্বাণ

সাধারণ কোনো গহ্বরের কাছে
ঝুঁকে পড়েছে বাঁশপাতা

অশরীরী সেদিন জানে না
বৃত্তের অন্দরমহলে জমে থাকা শতকোটি দারিদ্র্যের সীমা

রং নিয়ে প্রাণের মাতোয়ারাগুলো
পাখির বাসায়​
জেগে থাকে। যে যার মতো​

দৃষ্টান্তহীন মাড়িয়ে​
আমরাই শুয়ে আছি কেবল

অনির্বাণে​
পেটের শোকাগ্নিতে


মানচিত্র

কুকুরের স্বপ্ন কী হতে পারে
বিশ্বাসের দোরগোড়া থেকে?​

থাবার নিচে জলের রং নিয়ে নিরর্থক গল্পগুলো
সাজিয়ে দিয়েছ সবকিছু​ ​
---ঘুম কিংবা পাকস্থলীর ইচ্ছা

এই এক মুহূর্ত
যাকে মানচিত্রের গিলে নিতে না পারাকে
মৃত্যু দিয়েছে ছাড়পত্র

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.