পিন্টু ঘোষ

পিন্টু ঘোষ
 


মোম

যে ছেলেটা ঈশ্বর ছুঁয়েছে , সে তোমাকে ছুঁতে পারেনি
যে ছেলেটা তোমাকে ছুঁয়েছে , সে ঈশ্বর ছুঁতে পারেনি

আসলে দু'জন-ই ছুঁয়েছে একটুকরো মোম

যা আলিঙ্গনে শুধু গলে গ্যাছে

 


ট্র্যাপিজ

বর্ষাস্নানে তোমাকে দেখি

ভিজে যাওয়া বকুল-কলির
বৃন্ত ছুঁয়ে দেখি – এক অপরূপ ভোর​
দেখি আদিমতম দৃশ্য ; যৌবনের তুফান

ভিতরে ভিতরে আমার ঘুমন্ত সাপ জেগে ওঠে
আর​ ​ ​ তুমিও ঠিক ময়ূরী হয়ে যাও

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.