বিদিশা সরকার​

বিদিশা সরকার​

এখানে পিঞ্জর​

জলের আকাল এ শহরে​
নদীকেও বলিনি কখনো​
অথচ দাড়ের শব্দ মাঝরাত পার করে​
মাঝির শিয়রে​

গ্লোসাইন বোর্ড আর হাইওয়ে হাত নাড়ে​
যেন বেঁচে আছি !​
তবু বেঁচে আছি !​

হাতের তালুতে মৃদু রিমঝিম​
বোবা সিরিয়াল রিমোট চালিত ।

এই ধরো শেষ চিঠি​
ভাঁজে ভাঁজে ছিঁড়ে যাওয়া
অতি পঠনের হেতু​
খাতিরে খাতির ,
অ্যালবাম লুকিয়ে রাখি​
ধরা পড়ে যাওয়া মুখোমুখি​
সেই ছবি​
সেই নষ্টকাল​
তেল সিঁদুরের বাতায়ন ----​
গরাদে লতিয়ে ওঠে
খলিফা সকাল​

এখানে পিঞ্জর​


◆ বিশুদ্ধ পঞ্জিকা মতে

ভাবনায় এখনও সেই কাশফুল
অচিন প্রান্তর
ধরে নিই মা এখন অন্ধই
অনুমানে জাগ্রত অন্তত​ ত্রিনয়ন​ -
অন্তত বসনমাত্র
কার বস্ত্রে অসুরের ছাপ
আমি দেখি
সসস্ত্র বাহিনী আর মায়ের সে রূপ দলনীর
​আমন আউস নুয়ে
গোলায় নষ্টকীট
লক্ষ্মীর ঝাঁপিতে খুদমনি,
পালক রচনা বাকি
উদাস ময়ূর এই খরার দেশেই অবশেষে !
ঘোটকবাহিনী আর রাজিয়া সুলতানা যেন
ঝাঁসির প্রান্তর ছেড়ে
ঐ আসছে ঐ আসছে মাতৃরূপেণ নির্ভয়া
ছড়ানো সিঁদুর আলতা
সার্বজনীন সেই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে
দর্পণে ভাসান -
ভোগের প্রসাদ যদি অফুরান
সম্ভোগের ক্ষমা দিও মা গো !
এ ক'দিন বন্দি তুমি
আমাদের অঞ্জলিতে স্থলপদ্ম
বনসাই থেকে তুলে আনা


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.