এখানে পিঞ্জর
জলের আকাল এ শহরে
নদীকেও বলিনি কখনো
অথচ দাড়ের শব্দ মাঝরাত পার করে
মাঝির শিয়রে
গ্লোসাইন বোর্ড আর হাইওয়ে হাত নাড়ে
যেন বেঁচে আছি !
তবু বেঁচে আছি !
হাতের তালুতে মৃদু রিমঝিম
বোবা সিরিয়াল রিমোট চালিত ।
এই ধরো শেষ চিঠি
ভাঁজে ভাঁজে ছিঁড়ে যাওয়া
অতি পঠনের হেতু
খাতিরে খাতির ,
অ্যালবাম লুকিয়ে রাখি
ধরা পড়ে যাওয়া মুখোমুখি
সেই ছবি
সেই নষ্টকাল
তেল সিঁদুরের বাতায়ন ----
গরাদে লতিয়ে ওঠে
খলিফা সকাল
এখানে পিঞ্জর
অনুমানে জাগ্রত অন্তত ত্রিনয়ন -
সসস্ত্র বাহিনী আর মায়ের সে রূপ দলনীর
উদাস ময়ূর এই খরার দেশেই অবশেষে !
ঘোটকবাহিনী আর রাজিয়া সুলতানা যেন
ঐ আসছে ঐ আসছে মাতৃরূপেণ নির্ভয়া
সার্বজনীন সেই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে
সম্ভোগের ক্ষমা দিও মা গো !
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন