অমরেশ বিশ্বাস​

অমরেশ বিশ্বাস​

রাম গরুড়ের ছানা

 

বাপরে মশা যায় না বসা
হাত পা তুলে নাচি
তাল পুকুরে চান করে কাল
আজকে বসে হাঁচি।

মহারাজা ব্যাঙ ভাজা আর
চান না এখন খেতে
রাজামশাই ভুগছেন এখন​
কোষ্ঠকাঠিন্যতে।

ঘুম কাতুরে এক পড়ুয়া​
বই না পড়ে পাশ
ইচ্ছেটা তার গড়ের মাঠে
করবে টাকার চাষ।

চোরকে দেখে পুলিশ হাসে
এগিয়ে দেয় পিঁড়ি
কেউ চড়িয়ে দিয়ে গাছে
সরিয়ে নেয় সিঁড়ি।

একটা পাগল দেখলে ছাগল
চেচায় ম্যাঁ ম্যাঁ করে​
রাজার চেয়েও বেশী নাকি
ধন আছে তার ঘরে।

আবোল-তাবোল বকতে এখন
নেই তো কোন মানা
বকছে ওরা এমন যেন​
রাম গরুড়ের ছানা।

Previous Post Next Post