লড়াই
ছন্দগুলো আসছে না আর
আগের মতো করে -
খিদের জ্বালায়, পেটের জ্বালায়
যাচ্ছে রোজই মরে ।
দুর্দিনেতে ফিরবে ঘরে
এই ছিল সব আশা-
জানতো কি আর মৃত্যু আগেই,
বাঁধছিল তার বাসা !
মৃত্যু লড়াই লড়ছে দেখেও
মনকে শান্ত করে
বাঁচার আশায় নতুন দিনের
স্বপ্ন গুলো গড়ে ।
খুললে খবর ভাইরাস আর
ঝড়ের দাপট শোনা
ঘড়ির কাঁটায় একলা চেয়ে
কিসের প্রহর গোনা ?
অনেক হল আটকে রাখা ,
লড়াই হল বেশ !
জানতে চাই আজ আর কত দিন ,
হচ্ছে কবে শেষ ?
রোজ আঁধারে প্রশ্ন গুলো
শূন্য হাতে ফেরে-
আর কত কোল করবে খালি
আর কটা প্রাণ কেড়ে ?
অনেক হল শাস্তি দেওয়া ,
ধ্বংস করে দেশ-
দোহাই এসব মৃত্যু মিছিল
আজকেই হোক শেষ ।
সুচিন্তিত মতামত দিন