একাকীত্ব
শীত ঘুমে থাকা ভালোবাসার গল্প গুলো
যখন আড়মোড়া ভাঙ্গে,
কেমন যেন অচেনা গন্ধে ভরে যায় চারিদিক।
নিয়মিত পরিচর্যার অভাবে
সেই গল্প জুড়ে এখন শুধুই ভূমিকা।
কিছু শব্দ উড়ে এসে জুড়ে বসতে চেয়ে
ডানা ঝাপটায়,
অনভ্যস্ত বোবা মূহুর্তে ঠোকর খেয়ে
উড়ে যায় তারা।
কিছু জেদি শব্দ আবার অন্ত্যমিলের খোঁজে
আগলে রাখে অভিমানী বারান্দা।
কত শব্দের লকডাউন
কত সম্পর্কের আইসোলেশন
আর বিভ্রান্ত কত মনের
বেঁচে থাকার কৈফিয়ত ধুঁকছে নিভৃতে,
সঠিক পরিসংখ্যানের খোঁজে -
বিপন্ন একাকিত্ব।।
আভা সরকার মন্ডল
সুচিন্তিত মতামত দিন