পৃথিবীর উত্তর মেরুর ওজন লেয়ারের দশলক্ষ বর্গ কিলোমিটার জুড়ে যে বিশাল একটি ক্ষত দেখতে পেয়েছিলেন ভূতত্ববিদরা, সেই ক্ষত বেড়ে যাচ্ছিল দিনের পর দিন। আজ উধাও সেই ক্ষত। সমস্ত অরণ্য জুড়ে যে আর্তনাদ শোনা যেত প্রায়শই , সেই অরণ্য এখন পরম নিশ্চিন্তে ডালপালা মেলেছে চারিদিকে,ক্ষত বিক্ষত হচ্ছে না আর কুঠারের আঘাতে।
নদীর যত ঘোলা জল, এখন স্বচ্ছ নীল! জলের নীচে দৃশ্যমান নানা রঙের নুড়ি পাথর, আর আকাশের নির্মলতায় পাখিদের সে কি আনন্দ। জলে মাছেদের চলাচল এখন অবাধ নির্ভয়। ময়ূর পেখম মেলেছে রাস্তায়, আনন্দে, বৃষ্টি নাইবা থাক।
কে বলে গোটা পৃথিবীর বিরাট অসুখ আজ! বহুদিন পরে প্রকৃতি এখন ভীষন প্রসন্ন।
অসুখ তো শুধু মনুষ্য প্রজাতির। তাই তারা বাধ্য হয়ে আজ গৃহবন্দী। তবে আসবে , আসবে আবার সুদিন। কেটে যাবে এই দুঃসময়, আবার হাসবে মানুষ, পাশে দাঁড়াবে একে অপরের, মেলাবে হাত। তখন আকাশ বাতাস গাছ নদী জল আর পশুপাখি বলে উঠবে-
"মানুষ তোমরা ভালো থেকো, ভালো থেকো খুব
সুচিন্তিত মতামত দিন