তপশ্রী পাল

তপশ্রী পাল

গ্রহের প্রতিবাদ

ওরা ছিলো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান দুপেয়ে প্রানী
নীল সবুজ মার্বেলের মতো সুন্দর একটা গ্রহ,
ছিলো ওদের অধিকারে।
ওরা কংক্রিটে ঢেকে দিলো, একবারে পালটে দিলো গ্রহটাকে!
আর ভীষণ বেড়ে উঠলো ওদের লোভ আর ক্ষিদে!
ক্রমে ওরা খেয়ে ফেললো জঙ্গল, খেলো নদী
খেয়ে ফেললো, মেরু প্রদেশের অন্তহীণ বরফের রাশি!
পাখী আর গবাদি পশু খাওয়া শেষ হলে, খেতে লাগলো
সামুদ্রিক প্রানী, হাঙ্গর, কুমীর আর সরীসৃপদের!
দু একটা বোকা তখনো কবিতা লিখতো
তখনো দেখতো সূর্যোদয়, আর নিতো ফুলের আঘ্রাণ।
কিছু বোকা তখনো শুনতো কোকিলের গান।

ওরা শোনেনি, শোনেনি তাদের সাবধান বাণী!
তারপর কিলবিল করে সবচেয়ে আদিম প্রাণী,
পোকারা বেরিয়ে এলো।
বড়ো, ছোট, ক্ষুদ্র আর অণু পরমাণু!
ওদের দুহাত বেয়ে কোটি কোটি অদৃশ্য পোকারা
আজ ঢুকে যাচ্ছে শ্বাস প্রশ্বাসে
আর ফুসফুসের বাতাস কফের মতো ঢেকে দিচ্ছে তারা!
সবচেয়ে বুদ্ধিমান প্রাণীরা আজ হতবুদ্ধি! ভীত! গৃহবন্দী!
এখনো সূর্য ওঠে, এখনো ফুল ফোটে,
জলে ভেসে বেড়ায় নির্ভয় হংসমিথুন!
কিন্তু ওরা দেখতে পায় না,
ওদের একটুও খিদে পায় না আর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.