যে কথা
কেউ বলেনা
দুঃখ পাবে, বলা হয়নি তাই, ভয় পেতে পারো,আমাদের বসবাস ততোখানি নিরাপদ নয়।সভ্যতা গড়ে তোলা হয়, নাকি গড়ে ওঠেবিতর্ক এ নিয়েও নয়, দুঃখ পাবে পড়ার বইয়ে,ভয় পেতে পারো রাতের আকাশ দেখতে গিয়ে।
মানুষ দু'টো হিমযুগের মধ্যেই সভ্য হয়ে ওঠে, হাত-পা খসিয়ে শুধু মাথা নিয়ে বাঁচতে হলে কষ্ট পাবে, ভয় পাবে, প্রিয়জন দেখার আনন্দ ধীরে ধীরে চলে গেলে চোখ কান অর্থহীন হবে।
দুঃখ পাবে তাই বলা হয়নি, মানুষেরা সেরকম নয়, যেরকম দেখতে পাই তেমনটা নয়, সব বুঝে নিয়ে একটা মানুষ খুব দ্রুত খুঁজে নেয় নিজের মাপের গর্তটুকু, ভেবে নিতে পারে সেখানে আলোকবর্ষ আয়ু।
সুচিন্তিত মতামত দিন