রোগধা
ভোকাট্টায় মুছে যাচ্ছে এদিন
ব্যাধির শহর
এইতো,
কিছুটা টান লেগে থাকে তবু
বিশের অব্যয়ে
ত্রাসের পায়ে ঘন ঘন বেজে ওঠে ঘুঙুর
তার শ্যামল গায়ে
ধাপ্পা দিয়ে
পাখি ছুঁড়ে দিচ্ছে নিঃশ্বাস
এই প্লটেই, শেষবার
যাকিছু লিখে রাখব আমরা
এসো তাকেই মধুবনে চুবিয়ে আনি
প্রতীক্ষার উচ্চতায়...
সুচিন্তিত মতামত দিন