স্পর্শ
তোমার আমার মাঝে, স্পর্শ
আজ সেতু নয়; অন্তরায়
তবু, ভালোবাসা ছিল,
আছে থাকবেও
মনস্তত্ত্ব
প্রেম ঢেকে যায় প্রেমে
জল ডুবে যায় জলে
মন মজে যায় মনে
আজ চলে যায় কালে।
কোয়ারেন্টাইন
নড়ে নড়ে সরে যাওয়া
সরে সরে দূরে যাওয়া
দূরে দূরে বাড়ি ঘর
ঘরে ঘরে আপন পর।
এদিক ওদিক
পতনের সিঁড়ির খুব কাছেই
সঙ্গহীনতা ঘিরে রাখে।
সময়ের গায়ে মরা মানুষের গন্ধ ভাসে
যা বলতে চাই বকবক বলে লোকে!
তবু জানি- ঘুম আর মৃত্যু
এইখানে রাজকীয়
ঘুম না ভাঙ্গলে এ দেহ মৃত।
লকডাউন
কাছের মানুষ
দূরে চলে যায়
দূরের মানুষের কাছে ।
দূরের মানুষ
দূরে-ই থেকে যায়
কাছের মানুষের কাছে।
Tags:
একক কবিতা