স্বর্ণালী ঘোষ

জীয়নকাঠি  #স্বর্ণালী ঘোষ

জীয়নকাঠি

এত মৃত্যু! এত শব শোকে -
কি দারুণ তুমি চুপচাপ!
দোষ তো তোমার নয়, ছিল পঞ্জিভুত ক্ষোভের -
বিগতে আবেগের ফুলছাপ।

ভেবেছো, কি হাত যশ তোমার!
ভুলে বিদ্ধ খাঁ খাঁ মাটির মানুষে -
ছুটছো চারিধার, রুদ্ধ - রুগ্ন অশান্ত যত দ্বার?
অথচ; তুমি! তুমি নেই মাণ হুঁশে!

ওহে প্রেরণা! ওহে বিজ্ঞাপন!
ওহে গণ জাগরণের মুখ –
তুমি নাকি সৎ, তুমি নাকি নির্ভীক!
মানুষের মুক্তির দূত?

আদতে সব ভ্রম! সব মায়া …
লক্ষ্য, রাজকোষ তছরুপ!
কি রাজনীতি, কি অর্থনীতি, কি রীতিনীতি -
জনতার দাবী নিশ্চুপ।

হে জনতা,
হে জনতা জনার্দন!
জোট বাঁধো, হোক প্রতিরোধ -
সত্যকে করো আলিঙ্গন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.