উজাড়
যে বুক জুড়ে ছিলো ফুলেল উপত্যকা
আজ সে বুকে প্রাচীন দাবানল।
যে যা খুশী বলে বলুক,
তবুও মেয়েটির ঘুম ভাঙল না।
ছেড়ে আসার আগে দীর্ঘ অভ্যাসের
সংসার স্পর্শ করেছিলো বার বার।
বিছানার পুরোন গন্ধ নিয়েছিল নিশ্বাসে।
ফেলে আসাতেও ভালোলাগা থাকে।
কোথাও কোন এক জঙ্গল পুড়ছে।
মেয়েটির উত্তর দক্ষিণ এখন একাকার।
যে যা খুশী বলে বলুক,
মেয়েটি সঙ্গমেও কান্নার স্রোত মেলাতে জানে।
সুচিন্তিত মতামত দিন