কাজী জুবেরী মোস্তাক

কাজী জুবেরী মোস্তাক

প্রচ্ছদ - ভয় 

অশ্রু আর বিষাদে ভরা আজ সারা পৃথিবী ;
জাতি ধর্ম বর্ণ  মিশে বাধ্য আজ সম্প্রীতি !

পৃথিবী জুড়েই চলছে খেলা, জীবন মরণ সন্ধি  -
ভুলে গেছে সবাই আজ, কে কার প্রতিদ্বন্দ্বী!

নেই সাহস, নেই ক্ষমতা, নেই কোনই বাহাদুরী ;
মৃত্যুর ভয়ে শঙ্কিত তাই , পৃথিবীর সব নগরী।

প্রতিটি বাড়ি প্রতিটা ঘরই, যেন ইচ্ছার জেলবাড়ি -
প্রতিটি মানুষ, শিখছে মাণ হুস, জীবনের দরকারি!

নতুন মলাটে পুরনো পৃথিবীটার উদ্বেগের প্রচ্ছদ
প্রতিটি বাড়ির, প্রতিটি দরজায় নিদারুণ এক শোক ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.