পুষ্প বৃষ্টি
হাসবো না কাঁদবো না গর্বে ফুলিয়ে তুলে ছাতি
টকাটক স্যালুট মেরে দেব তিনকোণা ছবিতে
নাকি টসটসে অভিমানে ভিজিয়ে দেব নীলদাগ
সবুজ খন্ডগুলো মায়ায় মায়ায় মেখে নেবে আঙুল
নাকি গাঢ় বাদামী টুকটাক ক্রেয়নে গেয়ে ফেলব
পিট সিগার কিংবা সলিল হেমাঙ্গ কল্যাণ পুরবী
নাকি নাকি এসব কিছুই করবনা শুধু কম্পাসে মেপে নেব
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে ঘরে ফিরতে
খুঁজে পেতে জন্মভিটের মাটি জল ঝড়ে পড়পড় কুঁড়ে
দুহাতে জড়িয়ে ধরা গলা কিংবা আলগোছে বলা "মরণ"
কতটা হাঁটতে হয় কত ফোঁটা তৃষা নাচে আলেয়া কুহকে
কত দানা ঝুলে থাকে নাকের ডগায় সরে যায় সরে যায়
আমাদের বাবুয়ানা সভ্য মিডিয়ায় ফেসবুক ইস্কুলে
পাতায় পাতায় লেখা দিব্য থিসিসে কারা রোজ
হারাতে হারাতে মেশে ধাপার মাঠে আর কাহাদের নাম নেই
কোন তালিকায় কাহাদের নিশ্চুপ লুকোন কবরে
গোলাপের চারা বাড়ে সারের আদরে প্রাকৃতিক
অদেখা ওজোন স্তরে কত ফুটো নাকি আজ মেরামত হয়
কত নাকি নীল লাগে পুরনো আকাশ কত পাখি ইদানীং এসে
ভিড় করে কত যেন ভয় ভীত প্রাণীদের শিশু
নির্ভয়ে খেলে যায় বনে রাজপথে তাহাদের টুকিটাকি গল্পের
শিশু কটা দিন মানুষের আলোচনা জুড়ে
তাদেরকে নিয়ে তবে নতুন সকালে ছায়া হয়ে টিকে থাকা
মানব পুত্র আর ইভ নামে মেয়ে হাত ধরাধরি নাচে
আদিম তাথৈ আর নটরাজ মুদ্রা হোক অভয় কবচ
তারপর পুষ্প বৃষ্টি হোক নির্ভয়ে স্বাগত প্রাকারে
Tags:
কবিতা