দৃশ্যপট -১
অনুবন্ধী দৃশ্যপটে কৌশলী দক্ষতার ছাপ
গূঢ় অর্থে লালসার উলঙ্গ ছলনা
নট-নটী নেচে যায় ড্রপসিন উন্মোচিত হলে
ক্লেশ-লব্ধ বিষকুম্ভে কর্ষিত জমি
অন্বিষ্ট ফল দেয় সমকাল অনুকূলে টেনে
ফেনিল গল্পকথা, ফানুস উড়ানে
কোন আলো খান্ডব দহনের ক্রিয়ায়
বিষাক্ত ধমনের পুঞ্জীভূত মেঘ জমা করে
দূষণের সীমাহীন কলুষ কাহিনী........
দৃশ্যপট - ২
মুরলীর বাঁশি নয়, বুকের কপাট খোলা ঝড়
ঝনঝন ঝনঝন অনুনাদী তীব্র ঝংকার
কাছাখোলা কুশীলব কম্পমান ভূতলে পপাত
ঘুমছোটা মধ্যরাতে তীর নিক্ষেপ
নিখুঁত নিশানা-ছুট স্ট্রাইকার ধাবমান বেগে
বিসদৃশ ঘুটি যাক নির্বাসন আপাত আড়ালে
মুখোশ খুলেছো দেখি তাপিত-মগজ কুশীলব
নেশাতুর পোষ্যদল উৎসাহী আগুন খেলাতে
ক্ষতচিহ্ন স্পষ্ট হয় বিপন্ন বিহ্বল বোধে........
দৃশ্যপট - ৩
অন্ধকার রাত ছিল, অন্বেষার প্রদীপ নেভেনি
ভগ্নস্তুপ ঢেকেছিল পরম্পরায় পাওয়া ঋদ্ধ-মনন
মানুষেই ফিরে পেল চিরন্তন মহামূল্য বোধ
কালঘাম আর নেই, পাপের স্পর্শ সরে গেছে
নিঃশ্বাসে বিষ নেই ভাইয়ের কাঁধেই হাত রেখে
মানুষ যে যার মতো, মনের গড়ানে ভালোবাসা
দিবাস্বপ্ন নয় এ, ইতিহাস লেখা হবে ঠিক
ফিনিক্স পাখির মতো মানুষের পরিমিতি মেনে
অসূয়া কালির দাগ দুঃসময় সতত চেনাবে.....
সুচিন্তিত মতামত দিন