তোমায় ছুঁয়ে থাকি
প্রতিটিি রক্তপাতে বেদনা লেগে থাকে
তবু আমি অবিকল ছুঁয়ে থাকি
আলো আমার আলো ওগো
প্রতি টি পদক্ষেপ দূরে নিয়ে যায়
তোমার জরায়ুর আশ্রয় থেকে
আমি বলি খোল দ্বার খোল
রক্ত ও চন্দন ফুল ও ফসল
সূর্য ও তারা জননী ও ভালবাসা
সব পুণ্য হোক পুণ্য হোক
ক্লান্তি শেষে রাত্রি নামে
তুমি অনেক দূরে মেঘের দেশে যাও
তখনও আমি আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে থাকি।
Tags:
কবিতা