এক টুকরো আগুন
না পাওয়ার বেদনা
রাস্তা শুধু মপেছিলো বড় ছোট মাঝারি অনেক পা।
দীর্ঘনিশ্বাসগুলোকে জাপটে ধরেছিলো হাওয়া।
বোঝাগুলো কাঁধে মাথায় একটু হাল্কা হতে চেয়েছিলো।
দাড়িয়ে থাকা যানবাহনগুলো দেখেছিলো হেটে যাওয়া ঘোলাটে কিছু চোখ।
চোখগুলো চেয়েছিলো হাত
চোখগুলো চেয়েছিলো জল
চোখগুলো চেয়েছিলো রুটি
কিন্তু আগুন হয়ে কেউ কাছে আসেনি...
প্রদীপগুলো অপেক্ষা করেছিলো আগুনের
সলতেও অপেক্ষা করেছিলো উলম্ব শিরায়
তেলও নিজেকে পোড়ানোর জন্যে বসেছিল প্রদীপ কোটোরে...
শুধু আগুন হয়ে কেউ কাছে আসেনি ...
হে প্রমিথিউস, একটি সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে আগুন না কাছে এলে...
সুচিন্তিত মতামত দিন