স্বর্ণালী ঘোষ

স্বর্ণালী ঘোষ / শেষ সুযোগ

শেষ সুযোগ

চলেছো মানুষ বুক ফুলিয়ে ,
বিশ্ব প্রকৃতির বুক চিড়ে -
রাজার রাজা ভাবটা তোমার!
ওহে, হৃদয়ে বাঁধো প্রকৃতিরে!

স্বার্থ তোমার গ্রাস করেছে -
ঐ সবুজবীথির ঐশ্বর্য।
ধ্বংস লীলায় এমন মাতাল তুমি
মৃত্যু-ভূমি তাই অনিবার্য!

সৃষ্টিকর্তার ধৈর্য শেষ!
বিশ্বজুড়ে ক্রোধের উন্মেষ।
অদৃশ্য মারণ চক্রে,
অগুনিত জীবন শেষ!

এখনো যা দিবস আছে,
সদা সংযত, সজাগ হও।
ব্যভিচার নয়, আচারণ হোক
নচেৎ , সংজ্ঞায় তুমি মানুষ নও।


Previous Post Next Post