কি ধারণ
করেছ তুমি
এখন কি কি ধারণ করেছ তুমি বল
যেখানে অঙ্কুর নেই খাঁ খাঁ স্নেহ প্রেম
যেখানে অহম ক্লান্ত করে যাওয়া থাকাথাকি
যেখানে চারটি দেয়াল গেঁথে একলাটি বাঁচা
হাত নেই চোখ নেই চাওয়াটুকু ছাড়া
সীমানা গন্ডুষ ভরা বোকামিকে দেখ
পৃথিবী ছাপিয়ে ওঠে আপনার বোধ
কেউ নেই কিছু নেই তুমি বা তোমরা
এই সমর কালে রক্তাক্ত সন্ধ্যায় বল ,তুমি বল
তুমি কি কি ধারণ করেছ তবে বল
তুমি কাকে নিজ গুণে ধার্মিক করেছ
কাকে কাকে ফেলে গেছ স্বার্থান্বেষী জ্ঞানে
Tags:
বিশেষ পাতা