রূপা বন্দ্যোপাধ্যায়

বিষমানবী ও   একটি নতুন বছর

বিষমানবী ও 
একটি নতুন বছর

টুকরো করে ছড়িয়ে দাও
বিগত রাত্রিবলীর নিষিদ্ধ খন্ডহর ।
অতঃপর খুলে পড়
নতুন সূর্যের  চিরকুটে
জীবনের সংলাপ।
যেখানে বসতি
সেখানেই  আসে ভোর,
নবজাতকের খসড়া লেখা
নতুন আমের ডালে
দোল খায় বালিকারঙা বৈশাখ।

সুলোচনা,হে প্রিয়তমা বিষবালা
তুলে রাখো বাকি বিষ
আগামী শত্রুতার খাতে,
আপাতত
সহজ সরল আলপনা,
এঁকে দাও শস্যের চৌকাঠে,
তোমার নীলাভ হাতে
সন্তানকে তুলে দাও
নির্বিষ দুধের কলস,
সাজাও নতুন বছর
মাতৃত্বের পরিচিত
মধুমৌতাতে।
 

(সুলোচনা এক গান্ধর্বী বিষকণ্যা যাঁর দেহের বিবিধ জৈবরস থেকে অন্য মানুষ বিষক্রিয়ায় আক্রান্ত হত।)

Previous Post Next Post