"আবার
ব ই বে প্রাণ"
ঝরে গেলে সব পাতা
পড়ে গেলে সব কুঁড়ি
আবার আসবে প্রাণ
সত্যেরা বাঁচবে ঝুরি ঝুরি।
আবার ব ই বে প্রাণ
ফিরবে মুছে যাওয়া
পায়ের স্পন্দন।
পৃথিবী হাসবে আগেরমতো
থেমে যাবে সব ক্রন্দন।
ঝরে গেলে সব পাতা
পড়ে গেলে সব কুঁড়ি
আবার আসবে প্রাণ
সত্যেরা বাঁচবে ঝুরি ঝুরি।
আবার ব ই বে প্রাণ
ফিরবে মুছে যাওয়া
পায়ের স্পন্দন।
পৃথিবী হাসবে আগেরমতো
থেমে যাবে সব ক্রন্দন।
সুচিন্তিত মতামত দিন