নিশিকান্ত রায়

উত্তরাধিকার  নিশিকান্ত রায়

উত্তরাধিকার

পৃথিবীর পথে পথে পালক ছড়ানো চাঁদ।বৃষ্টিহীন বসন্ত জুড়ে উন্মুক্ত পৃথিবী।  সূর্যের নিঃশব্দ আলিঙ্গনে ঘোষিত হয়  সভ্যতার অধিকার। প্রেমে প্রত্যাশায়,বেঁচে থাকা একটা বৃত্তের মধ্যে হামাগুড়ি দেয়। হে সভ্যতা, হাতে হাত ধরে আমাকে নিয়ে যাও মেঘের ওপারে। হেআমার জন্ম সংগ্রামের ইতিহাস আমাকে ফিরিয়ে দাও আকাশ ও মাটির নিঃশর্ত অধিকার।  আমি নির্ভার জন্ম মৃত্যু প্রার্থনা করি।  শুদ্ধস্বর বাতাসের ডানায় ঘুরে আসতে চাই সাত সমুদ্দুর তের-নদীর নিবিড় সঙ্গম। দেহবোধের সব গল্পেরপাতা পাহাড়ের কোলে বুনে বুনে দেখতে চাই সবুজের খুনসুটি। 

বাতাসের সুগন্ধি কুড়িয়ে ছিটিয়ে দিই নদী পাহাড় সাগরের শরীরে। 

হে আমার ঈশ্বর,ধ্বংস  সূত্র গুলো  মৃত্তিকার দেহে আলপনা হয়ে ফুটুক। বাল্য কৈশোর যৌবনের অনুরাগে সব অণুজীব আত্মহত্যাকে বেছে  নিক। রাতের গহ্বর থেকে মুক্ত ডানার পাখি খুটে খাক  রক্তবীজের কোষ। বার বার চৈত্র শেষে বৈশাখী ঝড় উড়িয়ে নিয়ে যাক অশুভ ভয়ংকর। প্রেম ও বিশ্বাসের  পৃথিবীতে শুধু সুন্দরের  অস্থি মজ্জায় দৃশ্যমান হোক নববর্ষের আজন্ম  উত্তরাধিকার।



নিশিকান্ত রায়
কবি ও সাহিত্যিক, 
লালমনিরহাট, বাংলাদেশ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.