মানিক বৈরাগী

মানিক বৈরাগী

চৈত্র সংক্রান্তি

নি:সঙ্গ চৈত্রসংক্রান্তিতে গুমট উত্তাপে
ছটপটানির তীব্রতায় কামশীতলতা

দারুণ ঝলকে আচমকা হুংকারে
মেঘাকাশ,কৃষ্ণপক্ষের প্রভাতে
মুহুর্তেই প্রবল উশৃঙ্কলে বৃষ্টির প্রপাত
জেগে উঠে তনুমন শোনিতে উচ্ছল জোয়ার

উচ্ছ্বসিত  ঢেউয়ের খরায় গোঙানির প্রবল চিৎকার
আমি বাৎসায়ন,অব্যক্ত আহবানে
আমাকে ধাবিত করে অতিপ্রাকৃত শ্রাবণ কূপ
সমান্তরাল জল মোহনায় ছলতচ্ছল
সুরব্যঞ্জনায় বাঁজে ক্ষুধিয়ার কুম।

চরাচরে মাতম উঠে জল ফলের
জলরেণুর তীব্রতায় পরাগায়ন ক্ষণ
মধ্যাকর্ষণের কামার্থ যোজন

আমাদের প্রতিক্ষা হাজার বছর
জলনৃত্যের জল জোছনায়
উজ্জ্বল প্রহরে উৎসব ধ্বনি
ভেজা সংক্রান্তির ক্লান্ত বৈশাখে।


অনার্য বৈশাখ

উদ্বীপ্ত  ভোর উদাসীন মন
ফুরফুরে হাওয়ায় হাওয়ায় বুনো ঘ্রাণ
শোণিতে নাচন দোলা সখির উন্মাদনায়
চলো জ্বরা গ্লানি ধোয়ে নি সাগর জলে।

ঝাউবিথির রুপকথা নেই ভাটফুল হাসিতে
বিপরীত ঘূর্ণিবায়ু বালিয়াডে মেলে ধরো আঁচল
আজ সন্ধ্যায় অশ্বত্থ তলে বাউল গানের আসরে
মেঘের অর্জনে ভিজি পরম আনন্দে।

বৈশাখে ভেসে যাবে সাম্প্রদায়িক ভেদরেখা
অনার্য দুটি হাত রাখি বাঁধে অফুরাণ প্রার্থনায়।


মানিক বৈরাগী 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.