চিন্ময় ঘোষ

কাচঘরে   ঈশ্বর  / চিন্ময় ঘোষ

কাচঘরে 
ঈশ্বর 

মানুষ খর্ব হয় নিজস্ব পরিমিতি ভুলে
বাইরের খোলসেই পরিচয় নয়,
এই সারসত্য ঢাকা পড়ে বিভেদের তুমুল পাঁচিলে
কল্পলোকে গড়ে ওঠে সর্বশক্তি ঈশ্বরীয় মুখ

কোথায় হে ঈশ্বর, সভ্যতার এমন বেহালে!
আসলে, মানুষেরই ভুল হয় চিনে নিতে
তার আত্মগত ক্ষমতার মুখ।
মাটির প্রভেদ ছিল, অর্থহীন সীমার আঁচড়ে
জাত-ভাষা-ধর্ম ভেদ উধাও অসীমে
শ্বেত-পীত-কৃষ্ণ রঙ একাকার ভেসে যাচ্ছে
অন্তরাত্মায় ভিজে ভিজে আশ্চর্য রুধিরে
মানুষেরই হাতে ঝোলে মানুষের মৃত্যু পরোয়ানা

আত্মগত ধী-শক্তির বলে ভিন্নতর অনুপম ভোরে
মানুষের মুক্তি হবে মানুষেরই হাতে
কল্পিত ঈশ্বর নিশ্চিন্তে ঘুমোবে ঘেরা কাচঘরে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.