কোয়ারেনটাইন
আজকে ছিল গুমোট, হঠাৎ হাওয়ার ছোটাছুটি
কানের কাছে তোমার আবেশ, শব্দ কাটাকুটি
ফোন ছুঁয়ে থাক মনের কথা, মন ছুঁয়ে থাক আয়না
নীল ছুটিদের সময় শেষে ঝর্ণা ছোঁয়ার বায়না
করেই যাবো, যতই তোমার ভুরুর দু ভাঁজ গভীর
যতই তুমি ছদ্ম রাগো, নাছোড়বান্দা আমি।
মিস করেছি। বেশ করেছি। কার কী করার আছে?
সন্ধেবেলা বৃষ্টি এলো পোড়া মনের কাছে।
সঙ্গে এলো টেলিফোন ও, একটুখানি কথা
বৃষ্টি কিম্বা মেঘের মতো ওলোট পালোট ব্যথা।
আমার এখন উঠোন ভরা মেঘের কালো বাড়ি
দেখছো না কি বারান্দাতেই অপেক্ষমান শাড়ি?
ফিরে আসা আদরটুকু জমিয়ে রাখা আছে
শেষদিনে সেই আঁচড় দাগও লুকিয়ে বুকের কাছে
এতোল বেতোল আর্জি জানায়, বড্ড অবুঝ ,জানো
তোমার কাছে আমার চিঠি পৌঁছবে কক্ষণো?
এবার যদি হারিয়ে যাই, ফুরিয়ে যাই তবে
এসব চিঠি মেঘ হয়ে ঠিক জল ঝরিয়ে যাবে।
তুমিও কেঁদো, বসন্ত-ডাক, আকুল কেঁদো অবুঝ
আমার চিঠি শেষ না হওয়া প্রেমের মতো সবুজ।
সেদিন তুমি দিও নাহয় রঙের গোলা, আলো
চোখের কোণে ভালোবাসার চিকচিকে জল ভালো।
মৌমিতা ঘোষ
সুচিন্তিত মতামত দিন