নিশিকান্ত রায় / জেগে আছি


জেগে আছি

জেগে আছি তোমার জন্য। তোমাকে ভেবে অবসন্নতা পলকেই ঘিরে নেয় চাঁদের কৌটা ভরা রঙ। অন্ধকার ফিকে হয়ে আসে। চৈতী বাতাস থেমে যায়। পথ ঘাট পাথুরে রেল ভবঘুরে হয়ে যায়।

চিহ্ন এঁকে আঁকাবাঁকা ছায়া শরীর মন্হন করি ভাবলেশহীন।

আমি একা। বড্ড বেশি নিঃসঙ্গতা। ঢেউহীন নদী জলে নুলো রোদ।মানুষের ঝাঁক ছুটে চলেছে কোনো শক্তির খোঁজে।
নদী মাঠ শষ্যক্ষেত্র ফাঁকা। কলকারখানা ধোঁয়াহীন। দামী মার্বেল পাথরের উপাসনালয়গুলো নৈশব্দময়। সভ্যতার ছাকনিতে সবাই যেন আটকে আছে। প্রেমিকেরা উন্মাতাল চায়ের চুমুকে ভিজিয়ে রেখেছে ওষ্ঠদ্বয়। হাত দুটো মৃত্যুদূত। আলিঙ্গনে বিষ। চিকন ওষ্ঠাধারে নীলদংশন। তুমি আমি ক্রমাগত দূরে, তুমি আমি বিচ্ছিন্ন সকাল, শুধু ধ্বনি প্রতিধ্বনি হয়ে ছুটে চলা।

শুধু আলো শুধু অন্ধকার শুধু যুদ্ধ শান্তির খেলায় বেঁচে থাকা নিরর্থক বোকামি। তুমি আলো, তুমি মেঘ,তুমি শস্য, তুমি পৃথিবী হয়ে ফিরে আসো।তুমি ঔষধী হয়ে ফিরে আসো উঠোনের ঘাসে। তুমি আমি কোষ বদল করে নিরুদ্দেশ হয়ে যাই। পাঁচটা আঙুল ভরা হাতের তালুতে দৃষ্টি ফেলে জ্বালিয়ে রাখি অনির্বাণ শিখা। 
Previous Post Next Post