তৃতীয় যুদ্ধ
সোমনাথ গুহ
নিঃশব্দে ঘন্টা বাজছে
পক্ষ আর প্রতিপক্ষ মুখোমুখি হচ্ছে না
ধাবিত হচ্ছে বাহকেরা
দেশ ডুবছে অর্থনীতিকে নিয়ে
মানুষ মরছে অদৃশ্য ছোবলে
একটা একটা করে ডুবে যাচ্ছে সব দেশ
পক্ষ গুলো বুঝে ওঠার আগে হোচট খাচ্ছে
মানসিক স্থিতিশীলতা গুলে যাচ্ছে প্রাণঘাতী অস্ত্রে
প্রতিপক্ষ ঠোঁট মুছে বসে আছে চেয়ারে
জলে অনেক তলে সাজিয়ে রাখছে সাবমেরিন
পক্ষ আর প্রতিপক্ষ মুখোমুখি হচ্ছে না
বাহকেরা ছিনিয়ে আনছে ভূখন্ডিত লালসা
যুদ্ধ শেষে
এই মৃত্যুপথে কোন অভিযাত্রা হতে পারে না
কোন ধার্মিকতা হতে পারে না
যেতে পারেনা সংকট চিহ্নিত সাদা পাল তোলা মেঘ
তবু যারা হেটে গেল দীর্ঘতর পথ
তাদের ঘরে ফেরার পালা
অভিশপ্ত জয় এখন একটা ইতিহাস মাত্র
Tags:
বিশেষ পাতা