মৌমিতা ঘোষ / বাতিল

মৌমিতা ঘোষ / বাতিল

বাতিল
কথারা নামলে বসন্ত সে অনন্তপথ
গোলাপ ফুলের তোড়ায় বাঁধা শব্দটুকু
পড়েই আছে, নিছক কিছু খামখেয়ালি
কষ্টদোষে দুষ্ট কেবল সময় একা।

এসব কথা কেউ শোনে না, পাগল হাওয়া
বিশুপাগল গান হারিয়ে দেমাক জমায়
ভরল ঝুলি গান-বিনে সেই আবর্জনায়
তোমার আমার ভাবের দোকান অদরকারি।

ফিরবে বল? বসন্ত রাগ? সুরের জাহান?
কোথায় পাবে অদরকারের এমন বাহার?
বাহানা চাই ? জিততে গিয়ে হারছ জীবন
এক জীবনে হারার মানে জেতাই বুঝি।

কথা না বললে সন্ধে শুধু ব্যর্থ সময়
পাখনা মেলা মাছের চোখের থির আরতি
কথা না বললে তোমার জন্য উদার আকাশ 
কথাই ছিল, হারিয়ে গিয়ে মনখারাপের।

ভাবছ বুঝি কথার কেবল কারিকুরি ?
জীবনখানাই ওড়াই পোড়াই অদরকারি।।

Previous Post Next Post