হে বৃক্ষরাজি,হে উদ্যান,হে অরণ্য-
আমাকে ক্ষমা করে দাও"
ভুলতে বসেছিলাম বোধহয়
ওই অরণ্য ভূমি জেগে থাকে
ভুলতে বসেছিলাম বোধহয়
ওই সবুজ আমাকে বেঁচে থাকার
রসদ জোগায়
ভুলতে বসেছিলাম বোধহয়
ওদের কোলে আশ্রয় নেওয়া
আর ও কিছু প্রাণেদের কথা।
ভুলতে বসেছিলাম, ওদের ও
একটি আশ্রয় প্রয়োজন , ঠিক
আমাদের ই মতো।
চারিদিকের বিষ বাষ্পের কারণে
এতটুকু বিশুদ্ধ হাওয়া বাকি নেই
বললেই চলে
শুধু তপ্ত হাওয়ার ঝলকানি
নিঃশ্বাস নিতে বড় কষ্ট এখন
আমার
কিন্তু তবুও বারবার অতি ভয়ঙ্কর
ভাবে করে গেছিলাম কুঠারাঘাত
আমি ভুলতে বসেছিলাম
আমার শ্রেষ্ঠত্বে তোমার অবদানের
কথা।
আমি বুঝতে পারি নি এতদিন
অথবা বুঝেও করে গেছি নিজের
অপরিসীম ক্ষতি।
হে বৃক্ষরাজি,হে উদ্যান,হে অরণ্য
আমাকে ক্ষমা করে দাও
আমাকে ক্ষমা করে দাও।
বিউটি সাহা
৬৭/১০, সরকার হাট লেন
কলকাতা-৭০০০৬১
Tags:
বিশেষ পাতা