শিল্পী মেঘমালা ঘোষ। বয়স ৯ বছর। ক্লাস থ্রি শেষ করে, সে এখন ক্লাস ফোরের শুরুর দিকে। পড়াশোনার বাইরে নৃত্যশিল্প আর চিত্রাঙ্কন, এই দুটো তার ভালোলাগার জায়গা। তার আঁকা ছবি আনন্দবাজার পত্রিকার ছোটদের পাতায় ইতিমধ্যেই প্রকাশিত। ছবি এঁকেছে লিটল ম্যাগাজিন 'ভাষা'-র জন্যও। এখানে তার আঁকা ছবিটি সম্পূর্ণ অয়েল প্যাস্টেল মাধ্যমে করা।
![]() |
মেঘমালা ঘোষ |
সুচিন্তিত মতামত দিন