ছায়াবৃত্ত ও আত্মজ পত্রিকার যৌথ উদ্যোগে ২১শে মার্চ বিশ্ব কবিতা দিবস উদযাপন।

প্রথম বছর আমরা বিশ্ব কবিতা দিবস পালন করি তালাণ্ডু স্টেশনে। দ্বিতীয় বছর একটি আমবাগানে। তৃতীয় বছরে আমরা আবার চারদেওয়ালে ফিরে আসি ----- চুঁচুড়া কিশোর প্রগতি সংঘে। এবার চতুর্থ বছর। আসুন কবিতাকে ভালোবেসে আমরা এক ছাতার নিচে এসে জড়ো হই ... ছায়াবৃত্ত ও আত্মজ পত্রিকার যৌথ উদ্যোগে 

( চন্দননগর জিটি রোড বাগবাজারে নেমে একমিনিট হাঁটলেই বাঁদিকে একটি পেট্রোল পাম্প। এর ঠিক উল্টো দিকেই নৃত্যগোপাল স্মৃতি মন্দির )


ছায়াবৃত্ত ও আত্মজ পত্রিকার যৌথ উদ্যোগে ২১শে মার্চ বিশ্ব কবিতা দিবস উদযাপন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.