প্রথম বছর আমরা বিশ্ব কবিতা দিবস পালন করি তালাণ্ডু স্টেশনে। দ্বিতীয় বছর একটি আমবাগানে। তৃতীয় বছরে আমরা আবার চারদেওয়ালে ফিরে আসি ----- চুঁচুড়া কিশোর প্রগতি সংঘে। এবার চতুর্থ বছর। আসুন কবিতাকে ভালোবেসে আমরা এক ছাতার নিচে এসে জড়ো হই ... ছায়াবৃত্ত ও আত্মজ পত্রিকার যৌথ উদ্যোগে
( চন্দননগর জিটি রোড বাগবাজারে নেমে একমিনিট হাঁটলেই বাঁদিকে একটি পেট্রোল পাম্প। এর ঠিক উল্টো দিকেই নৃত্যগোপাল স্মৃতি মন্দির )
সুচিন্তিত মতামত দিন