তপশ্রী পাল

তপশ্রী পাল
চলো 
একসাথে হাঁটি 

রাজুর সম্বল  কলাই করা ভাঙা থালা
রাজু, দুর্গা ঝাড়ুদারের ছেলে। “ওরা দলিত – ওরা অচ্ছুৎ !”
ইস্কুলে মিড-ডে মিলে, একসাথে বসে খাওয়ার অনুমতি নেই তার
সারি সারি বাচ্চাদের পাতে ডিম ভাত - জুল জুল চোখে দেখে রাজু –
“লোভ দিচ্ছিস !” পিঠে পড়ে নির্মম বেত!
জিভের জলের সঙ্গে চোখের জল মিশে যায় –

বিসর্জনের মিছিল– বিজয়া দশমী ! ঢাকের তালে নাচতে নাচতে চলেছে সবাই
মনসুর ডোমের ছেলে মাসুদ বায়না ধরে “ঠাকুর দেখবো বাবা ! নাচবো একসাথে” –
মাসুদকে কোলে তুলে নাচতে থাকে মনসুর, ঢুকে পড়ে দলে –
হাত পেতে নিতে যায় মিষ্টান্ন প্রসাদ !
“ওরা মোসলমান – ওরা অচ্ছুৎ!” পুরোহিত হাঁক পেড়ে বলে
“ধূর ছাই ! অপবিত্র হল সব, গঙ্গাস্নান ছাড়া মুক্তি নাই !”

উচ্চবর্ণ, নিম্নবর্ণ, আদিবাসী, মুসলিম অথবা দলিত
এত ভেদাভেদে আজ নড়ে গেলো হিন্দুত্বের ভিত!
ভুলে গেলো সব মুখই বাংলা ভাষা বলে
সংবিধান চলে গেলো কালের অতলে।

একবিংশ শতক - বিশ্বায়ন       কোন দ্বার খুলে দেয়?
গোষ্ঠীদ্বন্দ্ব, হিংসা বেড়ে চলে    শ্বাপদের থাবা কেড়ে নেয়
কালবুরগি, গৌরী লঙ্কেশ  প্রতিবাদী কন্ঠস্বর ।
যুক্তি নেই বুদ্ধি নেই         চিন্তা নেই ইচ্ছা নেই
দিনগত পাপক্ষয় শুধু? নীরব দর্শক হয়ে বাঁচা?
প্রতিবাদ অনল জ্বালিয়ে       চলো আজ একসাথে হাঁটি !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.