গাইতে বোলোনা
ভাঙেনা বাঁধ, ভেঙে দেয় ছদ্ম অবহেলা
ফেরেনা সময়, বীজ উড়ে যায়
কাপাস ভাসিয়ে যাওয়া ঠিকানা বিকল,
ঘর-বার মজে ওঠে রঙিন টুপিতে।
চলে যায়, আঁচলে বিষন্ন মুখ
দিনে দিনে সরে যায় কোমল বেদনা।
কার মুখ ওই কথা বলে, কার চোখ
অজান্তে খোঁজেনা প্রিয় নাম।
গোপনে বাদাম ভেঙে কোনদিন
যে মায়ায় ভ'রেছি মুঠোটি
গলে পড়ে যায়, বিদুরের খুদের সম্মানে
একটি ফলক গড়ে দাও, অনায়াসে
রোদ জল ক্ষয় দিয়ে সময় বোঝাবে,
বোঝাবে এখানে কিছু প্রত্ন আবিষ্কার
কতটা জরুরী। জাদুঘর ভ'রে যাবে
ঝুরি ঝুরি উৎখনন ঋদ্ধ প্রতিভায়।
কতদূর যাবো আমি আমার মায়ের মুখ
বুকে নিয়ে গান গেয়ে গেয়ে ?
শরণার্থী ছেয়ে আছে সমগ্র মুলুক
তার পাশে বসে আছি ভিক্ষাপাত্র
বাড়িয়ে দু'হাতে, আড়ষ্ট জিহ্বায়
দেখি শব্দ উচ্চারণে হাতড়ে যাই
অর্থ অভিধান, ব্যথাটাও ভুলেছে ভাষাটি।
ভাঙেনা বাঁধ, ভেঙে দেয় ছদ্ম অবহেলা
ফেরেনা সময়, বীজ উড়ে যায়
কাপাস ভাসিয়ে যাওয়া ঠিকানা বিকল,
ঘর-বার মজে ওঠে রঙিন টুপিতে।
চলে যায়, আঁচলে বিষন্ন মুখ
দিনে দিনে সরে যায় কোমল বেদনা।
কার মুখ ওই কথা বলে, কার চোখ
অজান্তে খোঁজেনা প্রিয় নাম।
গোপনে বাদাম ভেঙে কোনদিন
যে মায়ায় ভ'রেছি মুঠোটি
গলে পড়ে যায়, বিদুরের খুদের সম্মানে
একটি ফলক গড়ে দাও, অনায়াসে
রোদ জল ক্ষয় দিয়ে সময় বোঝাবে,
বোঝাবে এখানে কিছু প্রত্ন আবিষ্কার
কতটা জরুরী। জাদুঘর ভ'রে যাবে
ঝুরি ঝুরি উৎখনন ঋদ্ধ প্রতিভায়।
কতদূর যাবো আমি আমার মায়ের মুখ
বুকে নিয়ে গান গেয়ে গেয়ে ?
শরণার্থী ছেয়ে আছে সমগ্র মুলুক
তার পাশে বসে আছি ভিক্ষাপাত্র
বাড়িয়ে দু'হাতে, আড়ষ্ট জিহ্বায়
দেখি শব্দ উচ্চারণে হাতড়ে যাই
অর্থ অভিধান, ব্যথাটাও ভুলেছে ভাষাটি।
Tags:
কবিতা