স্বরবর্ণ
ও ব্যঞ্জনবর্ণ
প্রথম কবিতা ঘাই মারে; পাশে খোলা জানালায়
আঁকা ছিল সর্ষেক্ষেত, যেখানে কবরী ভেঙে মেলে
বসে রয়েছে গাঢ় হলুদ, হাতে কম্পিত আয়নায়
গায়ে-হলুদ প্রতিফলন- সে ছবি দেখেই ছেলে
খাতা পেন ফেলে রঙ তুলি হাতে নিয়ে ঘোর-লাগা
উঠে যায় অঙ্কন-তৃষ্ণায়, কাঁচা রঙের সুরভি
ফুটো পেয়ে নাক মুখ দিয়ে ঢোকে আর রাত্রি-জাগা
বিষয়ক একটি অনুচ্ছেদ লিখতে তাকে করে লোভী...
শ্রেষ্ঠ নির্জনতা নিয়ে জেগে আছে রাত্রির টেবিল
টেবিলে শায়িত ছেলেটির স্বর ও ব্যঞ্জনবর্ণ-
মুখে মাস্ক স্ক্যালপেল হাতে দল মাত্রা ছন্দ মিল
ভাব-এ স্থাপন করছে কবিতার শাখা, কচি পর্ণ
ও ব্যঞ্জনবর্ণ
প্রথম কবিতা ঘাই মারে; পাশে খোলা জানালায়
আঁকা ছিল সর্ষেক্ষেত, যেখানে কবরী ভেঙে মেলে
বসে রয়েছে গাঢ় হলুদ, হাতে কম্পিত আয়নায়
গায়ে-হলুদ প্রতিফলন- সে ছবি দেখেই ছেলে
খাতা পেন ফেলে রঙ তুলি হাতে নিয়ে ঘোর-লাগা
উঠে যায় অঙ্কন-তৃষ্ণায়, কাঁচা রঙের সুরভি
ফুটো পেয়ে নাক মুখ দিয়ে ঢোকে আর রাত্রি-জাগা
বিষয়ক একটি অনুচ্ছেদ লিখতে তাকে করে লোভী...
শ্রেষ্ঠ নির্জনতা নিয়ে জেগে আছে রাত্রির টেবিল
টেবিলে শায়িত ছেলেটির স্বর ও ব্যঞ্জনবর্ণ-
মুখে মাস্ক স্ক্যালপেল হাতে দল মাত্রা ছন্দ মিল
ভাব-এ স্থাপন করছে কবিতার শাখা, কচি পর্ণ
Tags:
কবিতা