গোপনে
গোপনে
ঘুণপোকায় কেটে গেছে আমাদের ছেলেবেলা
সমস্ত দুপুর জুড়ে রোদরঙে এঁকে
গেছে জলপাই বিকালের প্রতিচ্ছবি
অপভ্রংশ। কালো ছায়া। মৃত্যু
তবু কার স্পর্শ ভাসে বসন্ত বাতাসে
মৃতসঞ্জীবনী কে ছোঁয়ায় প্রাণে,
ঘুণেধরা আমাদের শৈশবে ?
মহীরুহ, তবে কি বুঝেছ সম্পর্কের মানে?
সব সম্পর্ক আসলে বৈধ
হয় না। ডাকনাম জোটে। গোপনে
প্রেম ধর্ম
শিলান্যাস সভ্যতার অন্তিমে প্রত্যেকেই জানে,
জীবন আসলে যুদ্ধের নাম ...
তবু নিত্য শিলা জমে শিলার উপর
বদলায় মানুষ-গ্রাম-শহর
করন্যাসে। মন্ত্রের ভিতর।
অতএব প্রবাহিত হও। ওড়াও জীবনের
শোক... নিয়ে এসো নীল, হিমযুগ নিলীমার অন্তরে।
প্রেম, সে তিতির পাখির চোখ,
কৃকলাস আমাদের ধর্ম নয় ...
একদিন ঈশ্বর
একদিন ঈশ্বর এলেন আমাদের
ঝুল-বারান্দায়
মধ্যবিত্তের মাঝখানে
চারদিক আলোকিত করে পরম স্নেহে
বললেন : প্রার্থনা কর যা ইচ্ছে তোর
আমি নারীর দুঃখ চাইলাম
তিনি আমাকে গাছ করে দিলেন ...
গোপনে
ঘুণপোকায় কেটে গেছে আমাদের ছেলেবেলা
সমস্ত দুপুর জুড়ে রোদরঙে এঁকে
গেছে জলপাই বিকালের প্রতিচ্ছবি
অপভ্রংশ। কালো ছায়া। মৃত্যু
তবু কার স্পর্শ ভাসে বসন্ত বাতাসে
মৃতসঞ্জীবনী কে ছোঁয়ায় প্রাণে,
ঘুণেধরা আমাদের শৈশবে ?
মহীরুহ, তবে কি বুঝেছ সম্পর্কের মানে?
সব সম্পর্ক আসলে বৈধ
হয় না। ডাকনাম জোটে। গোপনে
প্রেম ধর্ম
শিলান্যাস সভ্যতার অন্তিমে প্রত্যেকেই জানে,
জীবন আসলে যুদ্ধের নাম ...
তবু নিত্য শিলা জমে শিলার উপর
বদলায় মানুষ-গ্রাম-শহর
করন্যাসে। মন্ত্রের ভিতর।
অতএব প্রবাহিত হও। ওড়াও জীবনের
শোক... নিয়ে এসো নীল, হিমযুগ নিলীমার অন্তরে।
প্রেম, সে তিতির পাখির চোখ,
কৃকলাস আমাদের ধর্ম নয় ...
একদিন ঈশ্বর
একদিন ঈশ্বর এলেন আমাদের
ঝুল-বারান্দায়
মধ্যবিত্তের মাঝখানে
চারদিক আলোকিত করে পরম স্নেহে
বললেন : প্রার্থনা কর যা ইচ্ছে তোর
আমি নারীর দুঃখ চাইলাম
তিনি আমাকে গাছ করে দিলেন ...
Tags:
একক কবিতা