ফাগুন
তেমনি কৃষ্ণচূড়া, পলাশ, শিমূল আজও
ফুটে আছে ডালে ; তেমনি দিন মাস বছর
গণনার রীতি বাঙালির মনের পাতায় জেগে
থাকে রাঙা সকালের আহ্বানে।
ডাক শুনি প্রতিদিন সালাম, রফিক,জব্বার
বরকত,শফিকের।
ভোর থেকে মুক্ত ভোর নগ্ন পায়ের ধ্বনিতে
সবুজ শষ্যের বেড়ে উঠা বাংলাদেশ আজ
সারা পৃথিবীর রঙ নিয়ে মাকে নতুন করে
চিনেছে তাঁর নিজের ভাষায়।
মাকে মা বলে ডেকেছে এক নতুন ভোরের রোদে।
বাংলাদেশ জুড়ে এখন বর্ণমালার ফুল ফুটে আছে।
উঠোনে উঠোনে ব্যস্ত বাতাস সুগন্ধি নিয়ে ভেসে
চলেছে অন্য আকাশে আকাশে।
এখনতো আলোর ডানায় ভর দিয়ে শুধু বলা যায়
ভালোবাসি মাগো, বড় বেশি ভালোবাসি তোমাকে।
ভালোবাসি নদী মাঠ এবং মুষ্টিবদ্ধ চলমান
মানুষের স্রোতে জেগে ফাল্গুনকে।
বিদ্রােহ ভালোবাসার উন্মুক্ত প্রান্তর জুড়ে ফাল্গুন
আজ আমার একান্ত শব্দের বীজ।
তেমনি কৃষ্ণচূড়া, পলাশ, শিমূল আজও
ফুটে আছে ডালে ; তেমনি দিন মাস বছর
গণনার রীতি বাঙালির মনের পাতায় জেগে
থাকে রাঙা সকালের আহ্বানে।
ডাক শুনি প্রতিদিন সালাম, রফিক,জব্বার
বরকত,শফিকের।
ভোর থেকে মুক্ত ভোর নগ্ন পায়ের ধ্বনিতে
সবুজ শষ্যের বেড়ে উঠা বাংলাদেশ আজ
সারা পৃথিবীর রঙ নিয়ে মাকে নতুন করে
চিনেছে তাঁর নিজের ভাষায়।
মাকে মা বলে ডেকেছে এক নতুন ভোরের রোদে।
বাংলাদেশ জুড়ে এখন বর্ণমালার ফুল ফুটে আছে।
উঠোনে উঠোনে ব্যস্ত বাতাস সুগন্ধি নিয়ে ভেসে
চলেছে অন্য আকাশে আকাশে।
এখনতো আলোর ডানায় ভর দিয়ে শুধু বলা যায়
ভালোবাসি মাগো, বড় বেশি ভালোবাসি তোমাকে।
ভালোবাসি নদী মাঠ এবং মুষ্টিবদ্ধ চলমান
মানুষের স্রোতে জেগে ফাল্গুনকে।
বিদ্রােহ ভালোবাসার উন্মুক্ত প্রান্তর জুড়ে ফাল্গুন
আজ আমার একান্ত শব্দের বীজ।
সুচিন্তিত মতামত দিন