নিশিডাক
তুমি তো আদ্যোপান্ত সব গল্প শুনিয়েছো
এখনো সেই অমোঘ নিশিডাক বাদ রেখেছো
গল্প থেকে |
আমাকে -
তুমি সেই খনিজের গল্প বলো - যা থেকে
উত্তোলিত হতে পারে দ্বিতীয় একুশ |
তিস্তাকে ওইপাড়ে যেতে দাও ! ওইপাড়ে ওর
বাপের দেশ |
তুমি সেই নিশিডাকের গল্প বলো -
বরকত ডাক শুনে ঘরে ফেরেনি | সেই উনিশ-বাহান্ন
ঢাকার রাজপথে যে অব্যয় রক্তগল্প হলো.....
প্রথম একুশ |
কথা শোনো -
তিস্তাকে ওইপাড়ে যেতে দাও ! ওইপাড়ে ওর
বাপের দেশ |
Tags:
কবিতা