এ কে এম আব্দুল্লাহ

দৃষ্টি 
ও অন্যান্য

একের পর এক-অন্ধকারের ভাঁজ সরিয়ে,
একজোড়া চোখ সেদ্ধ করবো বলে,
যুগ যুগ ধরে এই জন্মগত হাত; জ্বালানি কাষ্ঠের মতো শুকোচ্ছে।

একদিন জেনে নেবো উত্তাপের সব সূত্র;
কতবার এই সংকল্প নিয়েই পোস্টার এঁটেছি এইসব অদ্ভুত রাতের দেয়ালে।
আর ঠোঁটে চেপে ধরা সময়ের সিগারেট— পুড়েছে নি:শব্দের তেজে।
এভাবে নীরবে পোস্টারগুলো ক্লান্তিতে ঝুলে গেলে
প্রাচীন থালায় ; ফুটপাতিয় হাতেরা
আগুন জ্বেলে শীত তাড়ায়।

এসব দৃশ্য দেখে এখন আর ক্লান্ত হইনা।
বরং এসব দৃশ্য দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাওয়া দুটো চোখ,
এখন অপেক্ষা করে আরও একটি নতুন দৃশ্যের।

Previous Post Next Post