স্বপ্ননীল রুদ্র

স্বপ্ননীল রুদ্র
ভ্রমণের 
কাছে যাবে 

পরিপাটি ভ্রমণের কাছে যাবে এই স্থির ছিল,
কাঙ্খা ছিল চোখের আতসে ভ্রমণের লোমকূপ
খুঁজবে, প্রয়োজনে খনন- সত্যিই কি নীড় ছিল?
থাকে?যদি থাকে সেই নীড়ে তুমি ঝাঁপ দেবে ঝুপ

যাঞ্চা ছিল পা থেকে পা খুলে পরিপাটি ভ্রমণের,
দুই হাতে নাচাতে নাচাতে খোলা পা'র প্রদর্শন-
তোমার সমর্পণের কাছে সোজা ও বাঁকা পথের
সমস্ত সরোদ খুলে গিয়ে নাচবে অনুরণন

আমি জেনেছি এতটুকুই, তবু ভরে গেছি জয়ে
বুকে বন টিলা টাঁড় পথ সাগর পাহাড় হয়ে...

Previous Post Next Post