রত্নদীপা দে ঘোষ

রত্নদীপা দে ঘোষ
মা’কে একটা চিঠি লিখে 
ডাকবাক্সে ফেলে দ্যাখো তো 

পাঠাও তোমার শ্রীহর্ষ জড়ানো বেদনমথুরা পাঠাও তাঁকে
একরাশ ঐকতান, টানা টানা পত্রপুষ্প, দুপুরলিপি ঘেরা খোয়াই
বিজলীরেখায় জ্বলে ওঠা লহরী মাকে পাঠাও দেখি, তোমার
তেপান্তর মর্মরিত ডাকবাক্সের গীতিকা ...
চিঠিপথ ঋষিপট মৃগনাভির কলসবট। ঝঙ্কারিত ফিসফিস। কুশলধানের শীষ
পাঠাও তাকে দরদী সূর্যমুখী, আন্দোলিত ধারাপাত। পাঠাও কুসুমে কুসুমে কদমের অন্তর্জলী।
একবার পাঠিয়ে তো দ্যাখো আকুল স্পন্দন, চুম্বন বোঝাই জাফরানস্বাদ। 
দেখি ... ক্যামনে তোমার কাছে না এসে পারে সে ...

Previous Post Next Post