গৌতম মণ্ডল

গৌতম মণ্ডল
পবিত্র রাষ্ট্র

এই দেওয়ালের ভিতরে একটি পবিত্র রাষ্ট্র আছে,
পুরোহিত, মৌলবি, পাদ্রী...
পূজা হয়, নামাজ এবং অধিবেশন।
প্রসাদ আসে, বিরিয়ানি, কাবাব ইত্যাদি।
শুয়োরের খোঁয়াড় ভেবে এই দেওয়ালে পেচ্ছাপ করবেন না,
আপনার যৌনাংগে ক্যান্সার হতে পারে।
আপনি বরং ছবির মতো দেওয়ালের গায়ে সেঁটে যান,
পাঁজরের হাড়, খালি পা, একফালি কাপড় কিংবা উলংগ।
আমরা দু একজন চুক চুক করবো, ফটো তুলবো, ক্যানভাস ফেলে আঁকবো।
ভাববেন না, আপনাকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হবে।
হাজারটা ইস্যু দেওয়া হবে দেশাত্ববোধ সম্পর্কিত।
বর্ডার নিয়ে আপনাকে ভাবানোর জন্য আমরা বাজেট বাড়িয়ে দেবো।
শুধু দেওয়ালটা রক্ষা করে যান,
নজরদারি করে যান,
এই দেওয়ালের ভিতরে একটি পবিত্র রাষ্ট্র আছে,
কখনোই মুখ ফসকে বলবেন না,
"একটা শুয়োরের খোঁয়াড়, পেচ্ছাপ করে ভাসিয়ে দেবো শ্লা!"

Previous Post Next Post