স্বর্ণালী ঘোষ

স্বর্ণালী ঘোষ
ঠিকানা

মুসলিম নামে হিন্দু ক্ষেপাও,
হিন্দুর নামে মুসলিমে,
জানো না এই বিভেদনীতির
মূল্য পাবে সঠিক  দামে।

'রাজার আসন' পাওনি তুমি..
পেয়েছো গঠনের দায়িত্ব।
রাজার রাজা ভাবছো বুঝি?
ভাঙার খেলায় মত্ত!

শাসনের নামে শোষণ কর,
অদ্ভুত তোমার পরিহাস।
অস্ত্র ছাড়াই জ্বলছে দেখো
গণতন্ত্রের ইতিহাস।

মূল্যবৃদ্ধির অর্থনীতি,
নারী শোষণ.. বলৎকার..
জাদু বুলিতে করছো উধাও
বেকারত্বের কাজের হার।

নতুন নতুন 'জুজু 'দেখাও
অনাচার সব ঢাকতে,
নাগরিকত্বের  প্রমাণ চাও
মানুষ ব্যস্ত  রাখতে।

ধর্ম, ভাষা, জাত - বেজাত
এই  তো তোমার  হাতিয়ার!
অস্ত্র তোমার হয়েছে ভোঁতা
বৃথাই এর ব্যবহার!

আমার বাড়ি, আমার ঘর।
 কে হে তুমি মাতব্বর?
আমার ভোটেই শাসক হলে -
আমার ঠিকানা দেশান্তর !



Previous Post Next Post