নষ্ট রাজা
ইচ্ছে মতো রাত্রি বানাও দিনকে কর চুরি
হায় রে রাজা পুঁজি তোমার বাক্যি ঝুরি ঝুরি
সময়টুকু পদ্মপাতায় জল
সংখ্যা গেলে গর্ব টলমল
শাখামৃগ সঙ্গী হলে কে-ই বা কাহার জুড়ি!
বাগান জুড়ে ধ্বংসলীলা চালাচ্ছো তো বেশ
দোসর তোমার সরেস বটে মানুষগুলো মেষ
রাত্রি বানাও দিনকে কর চুরি
রসদ তোমার মিথ্যা ঝুরি ঝুরি
ইতিহাসের পাল্টি ঘাইয়ে গড়বে নতুন দেশ!
মদ বা মাদক কিংবা আফিম তারও সেরা যা
ধম্মো দেশপ্রেমের নেশা গুলিয়ে গুলিয়ে খা
বললে বেশি দেশদ্রোহী হবি
সীমান্ত পার নয়তো নিথর ছবি
ষাঁড়ের গুঁতো দিচ্ছে হানা কাঁদছে আমার মা....
ইচ্ছে মতো রাত্রি বানাও দিনকে কর চুরি
হায় রে রাজা পুঁজি তোমার বাক্যি ঝুরি ঝুরি
সময়টুকু পদ্মপাতায় জল
সংখ্যা গেলে গর্ব টলমল
শাখামৃগ সঙ্গী হলে কে-ই বা কাহার জুড়ি!
বাগান জুড়ে ধ্বংসলীলা চালাচ্ছো তো বেশ
দোসর তোমার সরেস বটে মানুষগুলো মেষ
রাত্রি বানাও দিনকে কর চুরি
রসদ তোমার মিথ্যা ঝুরি ঝুরি
ইতিহাসের পাল্টি ঘাইয়ে গড়বে নতুন দেশ!
মদ বা মাদক কিংবা আফিম তারও সেরা যা
ধম্মো দেশপ্রেমের নেশা গুলিয়ে গুলিয়ে খা
বললে বেশি দেশদ্রোহী হবি
সীমান্ত পার নয়তো নিথর ছবি
ষাঁড়ের গুঁতো দিচ্ছে হানা কাঁদছে আমার মা....
সুচিন্তিত মতামত দিন